ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৭ ১৪:১৬:১৪

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন ও সদর হাসপাতালের যৌথ আয়োজনে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৭শে জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সেমিনার ও ক্যাম্পেইন কর্মসূচীর এ আয়োজন আমার একার পক্ষে কিংবা আমাদের কয়েকজনের পক্ষে সম্ভব না। সকলের সম্মিলিত প্রচেষ্টা যে কোন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা সকলে যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো। যদি আমরা নিজের কাজ মনে করে সবদিক খেয়াল রাখি তবেই এ অনুষ্ঠানটির সাফল্য আসবে।

 সভায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সেমিনার আয়োজনে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ