জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)।
গতকাল ২৭শে জানুয়ারী সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য বক্তব্য রাখেন।
এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম তৈফিকুর রহমানসহ উপজেলা পার্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই অভ্যুত্থানে মুগ্ধ, সাঈদসহ আরও যারা প্রাণ দিয়েছেন, তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন তারা। আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব ছোট ছোট সোনামণিদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া। আমরা আশা করবো আজকে যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছো তারা নিজেদের সেরাটাই আজকে উপহার দিবে। তোমরা সুশৃংখলভাবে খেলাটা শেষ করবে। একই সাথে তোমাদেরকে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। পড়ালেখাটা বাদ দেওয়া যাবে না। কারণ পড়ালেখার বিকল্প কিছু নেই। তোমরা তোমাদের শরীরের দিকে মনোযোগ দিবে, স্বাস্থ্য সচেতন হবে, নিয়মিত খেলাধুলা করবে। মোবাইলের প্রতি আসক্ত হবে না। তোমরা যে যে ক্লাসে পড়ো মনোযোগ দিয়ে তাদের পড়ালেখাটা চালিয়ে যাবে। তোমরা পড়ালেখা করে খেলাধুলা করে জীবনের সেরা মুহুর্তে যাবে। তোমরা কিন্তু একদিন আমাদের এই জায়গায় আসবে। বড় হয়ে এদেশ গঠন করবে। তোমরাই হল আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ। তোমাদের জন্য রইলো একরাশ শুভকামনা।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচটি উপজেলা থেকে বালক ও বালিকা দুইটি গ্রুপে মোট ১০টি টিম অংশগ্রহণ করবে। এই টিম গুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আগামী ২৯শে জানুয়ারী ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ টুর্নামেন্ট সমাপ্ত হবে।