ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহরের লক্ষীকোলে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে মুসুল্লিদের ঢল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৭ ১৪:১৭:০৭

 রাজবাড়ী শহরের ২নং ওয়ার্ডে লক্ষীকোল রাজারবাড়ী আল্লা নেওয়াজ খাইরু একাডেমীর মাঠে লক্ষ্মীকোল মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে গতকাল ২৭শে জানুয়ারী সকালে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী শাখার জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন। 

 এছাড়া প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন মুফতী আমির হামজা, দ্বিতীয় বক্তা হিসেবে চুয়াডাঙ্গা জেলার তালীমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন ও তৃতীয় বক্তা হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মাদ বক্তব্য রাখেন। 

 মাহফিলে মুফতি আমির হামজা বলেন, তিনটা বছর আমি জেলে ছিলাম। জেলের ভিতর ছিলাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। গত ১৭ বছর জোর করে ক্ষমতায় থেকে যারা এমপি-মন্ত্রী হয়েছে আপনারা তাদের সাবেক এমপি বা মন্ত্রী বলবেন না। তাদেরকে সাবেক চোর, সাবেক ভোট ডাকাত বলা যেতে পারে। কারণ তারা দিনের ভোট রাতে দিয়েছে। মৃত মানুষের ভোটও দিয়েছে। দিনের ভোট যারা রাতে দেয় তারা তো চোরই।

 মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আল্লা নেওয়াজ খাইরু একাডেমীর প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আবদুল্লাহ আল মামুন সম্রাট, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভার যুব বিভাগের সভাপতি মোঃ রাজু আহমেদ, মোঃ মাহবুব রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার নেতাকর্মী ও লক্ষ্মীকোল মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

 মাহফিলে কয়েক হাজার মুসুল্লী উপস্থিত ছিলেন।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ