ঘুর্ণিঝড় ‘আম্পান’ এর বিষয়ে গতকাল ১৯শে মে দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।