ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
২০২১ সালে ২২ দিন সরকারী ছুটি থাকবে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-০২ ১৪:২৩:৫৪

আগামী বছর ২০২১ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারী ছুটি থাকবে। এর মধ্যে ৭দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল ২রা নভেম্বর সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন।

  পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

  মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন মিলিয়ে মোট ২২ দিন সরকারী ছুটি থাকবে। এর মধ্যে ৭দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। তবে, চাঁদের আগে-পরে হলে দু’একদিন কম বেশি হতে পারে।’

  বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে ৫দিন, হিন্দুদের জন্য ৮দিন, খ্রিস্টান ধর্মাবলাম্বীদের জন্য ৮দিন এবং বৌদ্ধদের জন্য ৫দিন।’

  মন্ত্রিসভা ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে, বলেন তিনি।

 

 

উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদের দূতাবাসের সংবর্ধনা
বিশ্ব কবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আজ
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ও ইতালি একত্রে কাজ করবে ঃ তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ সংবাদ