ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০২ ১৪:৩১:৫০

 রাজবাড়ীতে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য ঘটিত ও প্রত্যাহিক ব্যবহার সংশ্লিষ্ট অনুজীব ও রাসায়নিকের প্রভাব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২রা ফেব্রুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বক্তব্য রাখেন।

 সেমিনারে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমরা অনেকেই নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন না। অথবা আমাদের শিশুদের যে নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা আছে তাও কিন্তু না। আমাদের সকলকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্যের সাথে কৃষি সেক্টর, মৎস্য সেক্টরের ভূমিকা রয়েছে। খাদ্যে বিষক্রিয়া কৃষকদের কাছ থেকেই শুরু হয়ে যায়। তাই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য তৈরিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। এছাড়াও কৃষকরা খাদ্যে যাতে কীটনাশক বা বিষ কম ব্যবহার করে এ বিষয়ে তাদের সচেতন করতে হবে। কৃষি বিভাগকে এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।

 তিনি আরও বলেন,  আমরা আমাদের পূর্ব পুরুষদের আমরা এতো রোগ হওয়া দেখিনি। কিন্তু এখন আমরা বিভিন্ন রোগবালাইতে আক্রান্ত হচ্ছি। আমাদের মেয়েরাও তাদের প্রজনন ক্ষমতা হারাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অনিরাপদ খাবার, অস্বাস্থ্যকর ও বিষাক্ত খাবার। এছাড়াও অতিমাত্রায় এন্টিবায়োটিকের প্রভাবেও আমাদের শরীরে নানা রোগবালাই হচ্ছে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। নিরাপদ ও বিষমুক্ত খাবার গ্রহণ করতে হবে।

 আলোচনা সভা শেষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

 সেমিনারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী, এনডিসি নাহিদ আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোল্লা ইফতারখার আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ নূরনবী ইসলাম, কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অপু শিকদার, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি সাঈদুজ্জামান সাকিব, মিরাজুল মাজিদ তূর্য্য, এইচ এম হাসিবুল ইসলাম, টোকন মন্ডল, মীর মাহমুদ সুজন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বেকারী মালিক সমিতির সভাপতি, বিভিন্ন হোটেল ও রেঁস্তোরার মালিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

 

রাজবাড়ীতে জাতীয় নিরাপদ খাদ্য  দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক খন্দকার ফারুক আহমেদ আর নেই
সমাধিনগর অর্য্য সংঘ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ