ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
রাজবাড়ীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩২ জেলেদের মধ্যে বকনা বাছুর প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৩ ১৫:৪৩:৪২

 রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলা কার্যালয় চত্বরে ৩২জন জেলেদের মাঝে  কনা বাছুর বিতরণ করা হয়েছে। 

 বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ শাকিল আহমেদ, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ প্লাবন আলী, জেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপন)  বনি আমিন পিয়াস, রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও ফিল্ড সহকারী মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 উল্লেখ্য, মিজানপুর, দাদশী, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের মোট ৩২জন ছেলেদের মধ্যে এসব বকনা বাছুর প্রদান করা হয়। 

 

মাছরাঙা টিভির সাংবাদিক ইমরানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে ফাল্গুন উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
সর্বশেষ সংবাদ