ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫
কালুখালীতে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৪ ১৫:০৪:৫৭

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের আয়োজনে ও কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে রাজবাড়ী জেলার কালুখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 গত ২রা ফেব্রুয়ারী বিকেলে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। 

 এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ নাজির শিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটি কালুখালী উপজেলা ইয়ুথ কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 জানা গেছে, কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ীতে বাড়ীতে গিয়ে রেড় ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন, বৃদ্ধ, বয়স্ক, বিধবা, হতদরিদ্র ও বিপদাপন্ন শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

 

মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশার কলিমহরে একই রাতে ১৬টি বাড়ীতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর
সর্বশেষ সংবাদ