রাজবাড়ী ডিবি’র অভিযানে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ শাহীন শেখ(২৮) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
ডিবি’র ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩রা নভেম্বর বালিয়াকান্দির ঠাকুর নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহীন শেখকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন শেখ কালুখালী উপজেলার কাটাবাড়ীয়া গ্রামের কোরবান শেখের ছেলে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।