ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০৫ ১৪:০৭:৩৫

 রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গতকাল ৫ই ফেব্রুয়ারী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 দুপুরে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজবাড়ী বড় বাজার প্রদক্ষিণ করে। আবার সেখান থেকে রেলগেট হয়ে শিল্পকলা সামনের থেকে ঘুরে পার্টি অফিসে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।

 প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, আমরা পার্টি অফিসে অবস্থানকালে জানতে পারলাম বাজারের মধ্যে সাবেক পৌর মেয়র মহম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ ও ২/৪জন কর্মীসহ লিফলেট বিতরণ করছেন। আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমরা ওই সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুনের নেতৃত্বে প্রতিবাদ জানাই। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আমারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলতে চাই যতদিন পর্যন্ত আমাদের শহীদদের রক্তের ঋণ পরিশোধ না হবে ততদিন আমরা আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করলে আমরা সেটা প্রতিহত করবো। শুধু তাই না, যে সমস্ত দোসররা বিভিন্ন মামলায় জড়িত, অস্ত্রবাজ ও মানুষকে বিভিন্নভাবে হয়রানী করছে আমরা তার প্রতিবাদে জেলা বিএনপি সব সময় সজাগ আছে। যেকোনো সময় আওয়ামী লীগের কোন রাজনীতি কর্মকান্ড থাকলে আমরা সেটা প্রতিহত করব।

 প্রতিবাদ মিছিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছায় দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সিনিয়র সহ-সভাপতি হীরা শেখ, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি টোকন মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 লিফলেট বিতরণ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, লিফলেট বিতরণের বিষয়টি আমার জানা নেই।

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ