‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।
গতকাল ৫ই ফেব্রুয়ারী সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও সরকারী গণগ্রন্থাগার এর যৌথ আয়োজনে দিবসের কর্মসূচীর শুরুতে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণগ্রন্থাগারে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সরকারী গণ গ্রন্থাগারে লাইব্রেরিয়ান শামসুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বক্তব্য রাখেন।
রাজবাড়ী সরকারী গণ গ্রন্থাগারের রিডিং হল এ্যাসিস্টেন্ট মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক(অবসরপ্রাপ্ত) আব্দুস সালাম মন্ডল ও রাজবাড়ী সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু নাঈম বক্তব্য রাখেন।
এ সময় আমন্ত্রিত অতিথিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আলোচকগণ বলেন, বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের বর্তমানে খেলার মাঠের অভাব। এর কারণে অনেকে ছেলেমেয়েরা খেলামুখী না হয়ে মোবাইলে আসক্ত ও মাদকাসক্ত হয়ে পড়ছে।মাদকাসক্ত জাতি থেকে আমাদের মুক্তি পেতে হলে ছেলে-মেয়েদের লাইব্রেরীমুখী করতে হবে। তাদের কে লাইব্রেরীতে নিয়ে আসতে হবে। তাদেরকে বই পড়ার উৎসাহ দিতে হবে। অভিভাবকদেরকেও বই পড়তে হবে। অভিভাবকরা যদি নিজেরা বই পড়ে তাহলে সন্তানরাও বই পড়া প্রতি উৎসাহ পাবে। অভিভাবকের উচিত প্রত্যেকটি সন্তানকে তার হাতে বই তুলে দেওয়া। সুস্থ শরীর গড়তে হলে খেলাধুলার যেমন প্রয়োজন তেমনি মানসিকতার পরিবর্তনের জন্য বই পড়তে হবে। শিক্ষার কোন বয়স নেই। তাই ছাত্র ছাত্রীদের বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। লাইব্রেরীতে নিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, আমরা আমাদের ছেলেমেয়েদের হাতে মোবাইল বাদ দিয়ে তাদের হাতে বই তুলে দিব। টেকনোলজির মাধ্যমে একটি জাতির অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে, সমৃদ্ধি ঘটতে পারে কিন্তু একটি জাতির প্রকৃত সভ্যতা নির্ভর করে তার লাইব্রেরী,পাঠক শ্রেণীর ও সমাজের নারীদের অবস্থানের ওপর। আমরা অনেক বেশি বই পাঠ করার চেষ্টা করব।বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে টেকনোলজির ব্যবহার লাগবে। কিন্তু এর অপব্যবহার করা যাবে না। একটি নির্দিষ্ট বয়সের আগ পর্যন্ত সন্তানদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না।তাদের কে বই মুখি করতে হবে।বই একটি জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে।
আলোচনা সভা শেষে ৪টি ক্যাটাগরিতে ৩৯জনের হাতের অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।