ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কুটিরহাটে বিশেষ টাস্কফোর্সের অভিযানে হোটেলসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৬ ১৪:০০:২৮

 রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট বাজারে গতকাল ৬ই ফেব্রুয়ারী বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। 

 জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে শাকিল হোটেলকে ১হাজার টাকা, একই অপরাধে মায়ের দোয়া রেস্টুরেন্টকে ২হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ফরিদ স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, এএসআই মোঃ নাজমুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলার বিভিন্ন এলাকা ও বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ