রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট বাজারে গতকাল ৬ই ফেব্রুয়ারী বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে শাকিল হোটেলকে ১হাজার টাকা, একই অপরাধে মায়ের দোয়া রেস্টুরেন্টকে ২হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ফরিদ স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, এএসআই মোঃ নাজমুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলার বিভিন্ন এলাকা ও বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।