রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই ফেব্রুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, রাজবাড়ীর অস্থায়ী সেনাক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম ও বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় সভায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রাজস খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা কারাগারে জেল সুপার মোঃ এনামুল কবির, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, জিআরপি থানার প্রতিনিধি, র্যাব-১০এর প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম হাফিজুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, এডিস মশা নিধন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক উদ্ধারেও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান প্রতিনিয়ত চলে। সার্বিকভাবে সকল ধরণের পরিস্থিতি ভালো আছে। আমরা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছি। বর্তমানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি জেলাকে ভালো রাখতে হলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি ভালো থাকবে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীদের অনুদান-প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।