ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
যুব উন্নয়নে কারিগরি শিক্ষা সংকট সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১০ ১৪:১১:৪৯

 তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা ঃ সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১০ই ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান। 

 এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস ও তৌহিদ এ্যাসোসিয়েটের প্রতিষ্ঠাতা টিভিইটি কনসালটেন্ট মোঃ তৌহিদুজ্জামান বক্তব্য রাখেন।

 ওয়াজেদ চৌধুরী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 আলোচনায় অংশ নিয়ে বক্তারা কারিগরি শিক্ষার নানা দিক তুলে ধরেন। বর্তমান চাকরির প্রেক্ষাপট বিবেচনায় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় পাসকৃতরা অগ্রাধিকার পেয়ে থাকেন।

 শুধু দেশেই নয়, বিদেশেও তারা পেয়ে থাকেন নানা সুযোগ। এসএসসির পর ৪বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা ২য় শ্রেণীর চাকরিতে প্রবেশের সুযোগ পান।

 কর্মশালায় জাতীয় শিক্ষানীতির আলোকে বর্তমান অবস্থা ও ভবিষ্যত ও স্কিলস্ অ্যান্ড ট্রেনিং ইনহেন্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর মূল আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ