ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট রাজবাড়ীতে গ্রেপ্তার-৩
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১০ ১৪:১৫:৩৩

 অপারেশন ডেভিল হান্টে রাজবাড়ী জেলায় বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

 গতকলা ১০শে ফেব্রুয়ারী অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাউথ(৪৫), সাবেক গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল(৫১) ও রতনদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রশিদ মোল্লা(৬৫)।

 জানা গেছে, সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও অপারেশন ডেভিড হান্ট-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে গত ৯ই ফেব্রুয়ারী রাত ১০টার দিকে গোয়ালন্দ মোড় এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী খানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউথকে তাকে গ্রেপ্তার করা হয়।

 অপরদিকে, গোয়ালন্দ উপজেলায় গতকাল ৯ই ফেব্রুয়ারী রাতে দৌলোতদিয়া আক্কাস উদ্দিন স্কুল সংলগ্ন দোকান থেকে গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।

 এছাড়াও গতকাল ১০শে জানুয়ারী সকালে কালুখালী থানা পুলিশ আওয়ামী লীগের নেতা মোঃ রশিদ মোল্লা তার নিজ গ্রামে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছিলো এমন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কালুখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, গ্রেফতারকৃত ৩জনকে আদালতে পাঠানো হয়েছে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ