ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক ইমরানকে রাজবাড়ী সদর হাসপাতালে সাবেক এমপি খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১১ ১৪:২৩:৩৫

সন্ত্রাসী হামলায় আহত মাছরাঙ্গার টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে দেখতে গতকাল ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় সদর হাসপাতালে যান জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 এ সময় তিনি আহত সাংবাদিক ইমরান হোসেন মনিমের শারীরিক খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। 
 হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ইমরানের ওপর হামলার ঘটনা দুঃখজনক। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রাজবাড়ীতে সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করুক এই প্রত্যাশা করেন তিনি।
 এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম হিরণ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক শেখ রঞ্জু আহম্মেদসহ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহালের ইজারার টেন্ডার ড্রপিং নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ