রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গত ১৪ই ফেব্রুয়ারী সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম।
এর আগে গত ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যার পর উপজেলার মৃগী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার এম এ মতিন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গত ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যার পর আটক করা হয়। পরে গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।