রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বরে মাতৃকণ্ঠ মিলনায়তনে রজতজয়ন্তী অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম হিরন এবং ক্রীড়া সাহিত্য সম্পাদক মোঃ আবুল কালাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ।
এ সময় প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর শামসুজ্জামান সৌরভ, দৈনিক ইত্তেফাক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার সুজন কুমার বিষ্ণু ও নাজিম আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক যুগান্তর বস্তনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে পাঠকের অন্তরে ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। আশা করি পত্রিকাটি আগামী দিনেও এই ধারাবাহিকতা রক্ষা করে কাজ করে যাবে এবং সামনের দিকে আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
এর আগে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাজবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।