ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৯ ১৪:২৫:০০

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকেলে কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
 র‌্যালীটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে রতনদিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 পরে বিএনপির কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
 ফুলের শুভেচ্ছা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মনজুর হোসেন মনজু, নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জান্নাতুল ইসলাম। 
 এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 এর আগে গত ১৭ই ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব হাসান স্বাক্ষরিত এক চিঠিতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
 কমিটিতে আব্দুল মালেক খানকে আহ্বায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস এম জান্নাতুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ