ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-১৯ ১৪:৪২:৩০

 রাজবাড়ী শহরের অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল ১৯শে ফেব্রুয়ারী শিক্ষার্থীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।
 সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রউফ হিটুর উপস্থাপনায় অনুষ্ঠানে ফ্রি হেলথ ক্যাম্পের পরিচালক রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ উম্মে জোহরা এবং রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু বক্তব্য রাখেন।
 এ সময় স্কুলের সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমি, সহকারী শিক্ষক কবিতা রাণী ভদ্রসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য ভালো উদ্যোগ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের। এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
 অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম চৌধুরীর বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকল শিক্ষার্থী এই হেলথ ক্যাম্পের আওতায় আসবে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ