রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে রাতের আঁধারে হামলা চালিয়ে মোছাঃ শাহানা বেগম(৪৬) এর বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
গত ২০শে ফেব্রুয়ারী দিনগত রাতে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জমিজমা বিরোধ নিয়ে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় বাড়ীর মালিক মোছাঃ শাহানা বেগম বাদী হয়ে গত ২১শে ফেব্রুয়ারী রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হুমায়ন কবির(৫০), তার স্ত্রী রিনা বেগম(৩৫), মোঃ রিপন( ৪০) ও মোঃ লিটন(৩৫) সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দপুর গ্রামে নিজের বসত বাড়ীর ৩শতাংশ জমি ভোগ দখল করার পাঁয়তারা করে আসছে অভিযোগে উল্লেখিত বিবাদীগণরা। গত ২০শে ফেব্রুয়ারী বসত বাড়ীর চারপাশের মধ্যে দুই পাশে প্রায় ৪০ফুট জায়গায় প্রাচীর দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হয়। কাজ শেষে বাদী শাহানা বেগম বসত বাড়ী ফাঁকা রেখে ভবানীপুর তার মেয়ে সাইয়া আক্তার মিমের বাড়ীতে চলে যায়। পরদিন ২১শে ফেব্রুয়ারী সকালে বসত বাড়ীতে গেলে দেখতে পান ইট ও সিমেন্টের তৈরিকৃত নির্মানাধীন প্রাচীর দেয়াল ভেঙ্গে মাটিতে পড়ে রয়েছে। এতে প্রায় ৩০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী সাহানা বেগম বলেন, ২০১১ সালের ৫ই এপ্রিল দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ আফছার আলী মোল্লার মেয়ে মোছাঃ রিনা বেগমের নিকট হতে সাফ কাবলা মূলে সাড়ে ৩ লক্ষ টাকায় দামে ৩ শতাংশ জমি ক্রয় করেন তিনি। দীর্ঘ ১৪ বছর পূর্বে কেনা জমিতে টিনের বাড়ী নির্মাণ করে স্বামী, মেয়ে সাইমা আক্তার মিম ও ছেলে গোলাম সালমানীকে নিয়ে বসবাস করছিলেন।
তিনি আরো বলেন, লিখিত অভিযোগে ২নং বিবাদী মোছাঃ রিনা বেগম ওই জমি বিক্রির সময়ই চলাচলের সুবিধার্থে সাড়ে ৩ফুট রাস্তা নকশা করে দিয়ে তারপর জমি বিক্রি করেন। কিন্তু জমি বিক্রয়ের পর থেকে তিনি ওই রাস্তা বন্ধ করে জোর পূর্বক ভাবে পুনরায় জমি ভোগ দখল ও ১৪ বছর পূর্বের মূল্যে জমি ফেরত নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাহানা বেগম আরো বলেন, রাতের আঁধারে হামলা চালিয়ে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়েছে। আমি হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে রাজবাড়ী থানা লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।