ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৪ ১৫:২৩:২৫

 “প্রত্যাগত অভিবাসী ফিরে এলে পাশে আছি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের যৌথ আয়োজনে গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে রেইজ প্রজেক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক(যুগ্ম সচিব) ড. এ.টি.এম মাহবুব-উল-করিম বক্তব্য রাখেন।

 জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ও পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল বক্তব্য রাখেন।

 সেমিনারে স্বাগত বক্তব্য ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা সমূহ এবং রেইজ প্রকল্পের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী।

 সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী টিটিসির অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়, রাজবাড়ী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রাণী মজুমদার, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে রেইজ প্রজেক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক(যুগ্ম সচিব) ড. এ.টি.এম মাহবুব-উল-করিম বলেন, দক্ষ শ্রমিক দেশের সম্পদ। বেকার যুবকদের দক্ষতা অর্জনে সরকার বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার চালু করেছে। সেসব সেন্টার থেকে যুবকরা ভাষা ও কর্ম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে কম খরচে বিদেশ গিয়ে পরিবার, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একজন দক্ষ শ্রমিকের সবখানেই মূল্য রয়েছে। এ বিষয়ে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করবেন বলে জানান তিনি।

 তিনি আরও বলেন, অনেক মানুষ দালালের মাধ্যমে বিদেশ গিয়ে থাকে। অনেকে কাজ না শিখে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছে। দলমত নির্বিশেষে সকল প্রবাসীদের মূল্যায়ন করে তাদের দেশের কাজে লাগাতে হবে। সরকারী মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে গেলে প্রবাসী শ্রমিকরা সমস্যায় পড়বে না। আর কেউ বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো।

 প্রবাস ফেরত ও যারা প্রতারণা শিকার হয়েছেন, তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ