ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে প্রশাসনের উদ্যোগে কালুখালীতে বাজার মনিটরিং অভিযান॥ব্যবসায়ীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৩ ১৪:২৯:২৬

 পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে দ্রব্যমূল্যে দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে রাজবাড়ী জেলা প্রশাসন।

 এরই ধারাবাহিকতায় গতকাল ৩রা মার্চ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ১জন মুদি দোকানীকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে কালুখালী উপজেলার মূলবাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সবজি বাজার এবং মুদি বাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয় মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের বক্তব্য ও মতামত শোনা হয়। দোকানীদের যৌক্তিক মূল্যের অধিক হারে বিক্রিমূল্য নির্ধারণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে তরমুজের বিভিন্ন দোকানে সরেজমিনে দর যাচাই করা হয় এবং যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করার ব্যাপারে সতর্ক করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। এ সময় আরও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, কালুখালী বাজার কমিটির সদস্য ও উপজেলার সচেতন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগো নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ