ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
আল্লাহ ও রাসুলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৪ ১৫:১৪:১৫

 আল্লাহ তায়ালা ও তার রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার(সাজ্জাদুর রহমান) বহিষ্কার ও উপযুক্ত শাস্তির দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
 গতকাল ৪ই মার্চ বেলা সাড়ে ১১টায় রাজবাড়ীর সকলস্তরের তৌহিদী জনতার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। 
 সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য ও মোঃ ফাহাদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে রাজবাড়ীর সকল স্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করে।
 বক্তারা বলেন, আল্লাহ তায়ালা ও তার রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার ঠাঁই এই বাংলায় হবে না। একটি মুসলিম রাষ্ট্রে কীভাবে রাখাল রাহা মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে? অবিলম্বে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মাধ্যমে মৃত্যুদন্ড দিতে হবে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ