ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কল্যাণপুরের রিপন ২৮বছর বয়সেও শিশুই রয়ে গেলেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৫ ১৩:৪৫:০৬

রিপন মিজি। বয়স ২৮ গড়ালেও শারীরিক গঠন শিশুর মতো, হয়নি মানসিক বিকাশও। তবে ঈমানি শক্তি ঠিকই বেড়েছে রিপন মিজির। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিয়মিত রোজা রাখার পাশাপাশি নামাজও আদায় করেন রিপন।
রিপন মিজি রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গ্রামের দিনমজুর সহিদ মিজির ছেলে। ছয় ভাইবোনের মধ্যে শুধুমাত্র তিনিই প্রতিবন্ধী। সরকারীভাবে প্রতিবন্ধী ভাতা পান রিপন।
 পরিবারের লোকজন জানান, ১৯৯৭ সালে জন্ম নেয়া রিপন মিজি জন্মের পর স্বাভাবিক ছিল। তবে তিন বছর বয়স হয়ে গেলেও সে হাটতে ও কথা বলতে না পারায় তার অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন বাবা-মা। ডাক্তার-কবিরাজ দেখিয়েও কোন লাভ হয়নি। ছয় বছরের পর বয়স বাড়লেও, আর শরীর বাড়েনি রিপনের, হয়নি মানসিক বিকাশও। তার চলাফেরা, আচার-আচরণ ও কণ্ঠস্বর; সবকিছুই শিশুদের মতোই। খেলাধুলা করেন শিশুদের সাথেই। স্পষ্টভাবে কথা বলতে না পারলেও, ভাঙা ভাঙা কণ্ঠে নিজের দৈনন্দিন কাজের কথা জানালেন রিপন।
 প্রশ্ন করা হলে রিপন বলেন, কাজ করি, ছাগলের ঘাস কাটি, রোজা থাকি, নামাজ পড়ি।
 এক সময়কার খেলার সাথীদের অনেকেরই বিয়ে হয়েছে কিংবা তারা হয়েছেন দু'চারজন শিশুর পিতা। কিন্তু ২৮ বছর বয়সেও শিশুই রয়ে গেলেন রিপন। তাই তাকে শিশুর মতোই আগলে রাখেন বাবা-মাসহ পরিবরের অন্য সদস্যরা।
 রিপনের মা রহিমা বেগম বলেন, অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছি। সবাই বলেছে রিপন আর  সুস্থ হবেনা। রিপন গোসল, খাওয়া, টয়লেটে যাওয়া; নিজেরটা নিজেই করতে পারে। বাড়ীর গরু-ছাগলের জন্য সে মাঠে গিয়ে ঘাসও কেটে আনে। তবে তার কাজ করতে একটু সময় লাগে। রোজার মাস আসলেই রিপন ৩০টি রোজা রাখে, নামাজও পড়ে। ওর রাগটা একটু বেশি। যে কারণে আমরা পরিবারের সবাই ওকে শিশুর মতোই ভালোবাসি।
 রিপনের ভাবী মাফিয়া খাতুন বলেন, রিপনের যখন ১৫ বছর বয়স তখন থেকেই সে নিয়মিত রোজা রাখে। আমি প্রতিদিন সেহরির সময় রান্না করে ওকে ডেকে তুলে খাওয়াই। ওকে আমি আমার ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। 
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বলেন, রিপন ভাই নিয়মিত রোজা রাখেন, নামাজও পড়েন। মাঝে মধ্যে তিনি মসজিদে এসে মুসল্লিদের সঙ্গে বসে ইফতার করেন। আমাদের মধ্যে যারা রোজা রাখিনা, নামাজ পড়ি না; রিপন ভাই তাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন। 
 রিপনের প্রতিবেশী মুদি দোকানি সোহেল রানা বলেন, রিপন খুব ভালো ছেলে। বয়স ২৮ বছর হলেও, সে শিশুসুলভ আচরণ করে। আমার দোকানে সে প্রতিদিন একবার হলেও আসে। তবে সে খুব দরিদ্র পরিবারের। তার বাবা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে। তাকে কেউ একটু সাহায্য-সহযোগিতা করলে তার অনেক উপকার হবে।
 রিপন মিজির ছবি দেখে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জন্মগতভাবে হরমোনজনিত সমস্যার কারণে ছেলেটির এই অবস্থা হয়ে থাকতে পারে। তবে তার এই অবস্থার প্রকৃত কারণ জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তার কোন চিকিৎসা আছে কিনা তা পরীক্ষার পর জানা যাবে।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ