ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৬ ১৩:৫০:১৯

 পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের আয়োজনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
 গতকাল ৬ই মার্চ বিকেলে রাজবাড়ী সদরের গুড় বাজার ও কাঁচা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার মনিটরিংকালে গুড় বাজারের একটি দোকান মালিককে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
 এ সময় বাইরের ধুলা ও মাছি হতে রক্ষার জন্য বিক্রেতাদের গুড় ও মিষ্টি দ্রব্যাদি সর্বদা ঢেকে রাখার ব্যাপারে সতর্ক করা হয় এবং এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া বিভিন্ন দোকানে  তরমুজের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয়। দোকানীদের যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রয়ের পরামর্শ দেয়া হয়।
 এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক ও ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ