ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৭ ১৪:২৬:১৭

 জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৭ই মার্চ বিকালে রেলওয়ে স্টেশনে ইফতার বিতরণ করা হয়েছে।
 ইফতার বিতরণের পূর্বে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান সোনিয়া আক্তার স্মৃতি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি এস এম কাউসার মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি সুমন হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সহ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কাঞ্চন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোধুলী ঘোষ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সজিব মোল্লাসহ লিয়ন, রিয়াজ, জিসান, রাকিব, শুভ, পাপ্পুু, আকাশ, রাজিব ও জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
 এ সময় বক্তরা বলেন, জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর সেনা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ জুলাই আগস্টে যে সকল ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং দুস্থ ও গরীব মানুষের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেছে রাজবাড়ী জেলা জিয়া সাইবার ফোর্স। দেশ নায়ক তারেক রহমান তিনি অন লাইন এক্টিভিটসদের সদা জাগ্রত থাকতে বলেছেন। সেই অনলাইন এক্টিভিটস কার্যক্রমের জিয়া সাইবার ফোর্সের ১০বছরের পথ চলা। 
 তারা আরও বলেন, দেশের মানুষের যে দারিদ্রতা সেটা যেনো না থাকে। প্রতিটা মানুষ যেনো খাদ্য শস্য স্বয়ংসম্পূর্ণ থাকে। আমরা চাইবো আমাদের দেশটা উন্নত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচালিত হোক।
 আলোচনা সভা শেষে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে দুস্থ ও গরীব মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ