ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর নতুন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদের যোগদান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-০৭ ১৪:৩১:২৮

রাজবাড়ী জেলার নতুন সিভিল সার্জন(চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন ডাঃ এস এম মাসুদ।

 গত ৬ই মার্চ তিনি রাজবাড়ী জেলায় সিভিল সার্জন পদে যোগদানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।

 গত ২রা মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলায় বদলিপূর্বক পদায়ন করা হয়।

 জানা গেছে, রাজবাড়ীর নতুন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ২০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০২ সালে তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০২২ সালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।

 রাজবাড়ী জেলায় আসার পূর্বে তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নড়াইল জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গোপালগঞ্জ আই হসপিটালে কর্মরত ছিলেন। নতুন সিভিল সার্জন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দির বাসিন্দা।

 রাজবাড়ীতে যোগদানের পর নতুন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, গত ৬ই মার্চ আমি রাজবাড়ী জেলায় সিভিল সার্জন হিসেবে যোগদান করেছি। এ জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ