ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বিভাগকে সমন্বয় করে কাজ করতে হবে----জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-০৯ ১৯:৩১:১৫

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই মার্চ সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে এর সঞ্চালনায় সভায় সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর আবিদ হাসান, বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোঃ আব্দুল হান্নান, জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ নাঈম আহম্মেদ, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, র‌্যাব-১০এর সহকারী পরিচালক অসীম শিকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন ও রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রাজস খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা কারাগারের জেল সুপার মোঃ এনামুল কবির, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন-উর-রশিদসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, আসন্ন ঈদুল ফিতরে দৌলতদিয়া ঘাটের প্রস্তুতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী খুব চমৎকার একটি জেলা। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার বড় কোন ধাপ আমরা রাজবাড়ীতে পাইনি। এজন্য আমি আমার রাজবাড়ীবাসীসহ আমাদের ডিপার্টমেন্টে সকল কর্মকর্তাদের ওপর কৃতজ্ঞতা জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ইউএনও’দেরকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
 তিনি আরও বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বিভাগকে সমন্বয় করে কাজ করতে হবে। একটি জেলাকে ভালো রাখতে হলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তাহলেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি ভালো থাকবে।
 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভা, জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স গঠন সংক্রান্ত সভা, জেলা আদালত সহায়তা কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ