ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতায় একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম
  • তনু সিকদার সবুজ
  • ২০২৫-০৩-১২ ১৫:২৬:৩৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
 আহতরা হলো- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার শফিকুল ইসলাম(৪০), স্ত্রী সিমা খাতুন(৩০) ও ছেলে শাকিবুল ইসলাম(১২)।
 এ ঘটনায় গত ১০ই মার্চ সন্ধায় আহত শফিকুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযুক্তরা হলো- শফিকুল ইসলামের আপন ভাই শহিদ বিশ্বাস(৩৫), জাকির হোসেন বিশ্বাস(৫০),  নাসির হোসেন বিশ্বাস ওরফে দুলাল(৫৫), ভাবি মোছাঃ মাজেদা বেগম(৩৫), লুৎফা বেগম(৪৫), মোছাঃ জাকিরন বেগম(৪৫) ও ভাতিজা মারুফ বিশ্বাস(১৭)। 
 জানা যায়, এ মামলার বাদী ও আসামীরা সম্পর্কে আপন ভাই, ভাবি ও ভাতিজা। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত ১০ই মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উল্লেখিতরা শফিকুল ইসলামের বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা প্রথমে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী সিমা খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। পরে ছেলে শাকিবুল ইসলাম আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করা হয়। এসময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। প্রতিবেশীরা পরে তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 আহত মোঃ শফিকুল ইসলাম বলেন, আমার ভাইদের সাথে দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। গত ১০ই মার্চ তারা আমার বাড়ীতে এসে আমরা পরিবারের সবাইকে মারপিট করায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 
 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ