মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষণকারী ও হত্যাকারীর বিচার দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখা।
গতকাল ১৪ই মার্চ দুপুরে শহরের জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ জাহাঙ্গীর আলম খান জাহিদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারী ক্বারী আবু ইউসুফ, সদর উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম মিলন ও ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল কাইয়ুমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৩ই মার্চ মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে মারা গেছেন। শিশু আছিয়াকে যারা ধর্ষণ করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করছি। দুঃখের বিষয় আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, সে মারা গেছে, কবরে চলে গেছে। অথচ এদেশের ধর্ষকরা এখনো জীবিত আছে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা ওই আদালত দেখতে চাই না যে আদালতে ধর্ষকদের বিচার করতে ১৮০ দিন লাগে। আমরা ওই আদালতকে দেখতে চাই না।
বক্তারা আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে আর স্বাধীন দেশে ধর্ষকরা স্বাধীনভাবে ধর্ষণ করবে আমরা এটা মেনে নিবনা। আছিয়াকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যাতে এই শাস্তি থেকে অন্য কেউ এমন অপরাধ আর না করতে পারে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করছি। বর্তমান অন্তবর্তীকাল সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাই দেশের ধর্ষণের মত অপরাধ বেড়েই চলছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি অনতিবিলম্বে ধর্ষকদের আইনের আওতায় আনার জন্য।