ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৪ই মার্চ বিকালে শহরের ২নং রেলগেট, রেলওয়ে স্টেশন, ফুলতলাতে প্রায় ২শত রোজদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণের পূর্বে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যুব শাখার রাজবাড়ীর জেনারেল সেক্রেটারী মারফিয়ারা খাতুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যুব শাখার রাজবাড়ীর হিউম্যান রিসোর্স অফিসার সাদিয়া সুলতানা শেফা, কোষাধ্যক্ষ সুমাইয়া ইসলাম, সদস্য সুব্রত বিশ্বাস ও ওমর ফারুক খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সেক্রেটারী মারফিয়ারা খাতুন বলেন, রমজান উপলক্ষে আমরা বেশ কিছু কার্যক্রম সাজিয়েছি। আজ ২নং রেলগেট, রেলওয়ে স্টেশন, ফুলতলা এলাকাতে ২শতজন রোজদারদের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম উপজেলা পর্যায়ে। আমরা অসহায়দের মাঝে ঈদ উপহার দিবো। শিক্ষা, জলবায়ু পরিবর্তন, দুস্থ অসহায় নারী-শিশুদেরকে নিয়ে আমাদের মূলত কাজ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো রাজবাড়ীর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।