রাজবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জেলা প্রশাসক কার্যালয়ের নবাগত স্থানীয় সরকার শাখার উপপরিচালক(উপ-সচিব) মোঃ মাজহারুল ইসলাম।
গতকাল ১৭ই মার্চ দুপুর ১২টার দিকে তিনি ভারপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এদিকে নবাগত প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম রাজবাড়ী পৌরসভায় পৌঁছালে সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন। আগামী দিনে রাজবাড়ী পৌরসভাকে সঠিকভাবে পরিচালনা এবং পৌরবাসীর প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, নির্বাহী প্রকৌশলী এএইচএস মোহাম্মদ আলী খান, সহকারী প্রকৌশলী(সিভিল) মোঃ আজিবর রহমান, উপসহকারী প্রকৌশলী (বিদুৎ) মোঃ বদরুল আলম চৌধুরী, উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।