ঢাকা বুধবার, মার্চ ১৯, ২০২৫
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৮ ১৪:৪৮:৫৪

ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের শিক্ষকদের দাবী দাওয়া আদায় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের শিক্ষকদের নিয়ে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষক সমিতি (হোমেকশিস) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 নবগঠিত কমিটিতে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমানকে আহ্বায়ক ও মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল হাসানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
 কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ এমাদুল ইসলাম।
 আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্যরা হলেন- নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ সাইয়্যেদ মাহমুদুল হাসান, শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ খাইরুল আলম, পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ আইয়ুব আলি, শেখে কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রভাষক ডাঃ মুহাম্মদ সাদেকুর রহমান, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মোঃ আল আমিন মৃধা ও সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রভাষক ডাঃ মোহাম্মদ  নূরুল আলম। 
 নবগঠিত বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি(হোমেকশিস) এর আহবায়ক ও সদস্য সচিব হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকদের সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
 উল্লেখ্য, আহবায়ক ডাঃ মোঃ হাফিজুর রহমান দীর্ঘ প্রায় ৩৪ বছর যাবত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত।

 

রাজবাড়ী জেলায় চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সাড়ে ১৪ হাজার
রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক দলের  ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা
রাজবাড়ী সদর থানা পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার
সর্বশেষ সংবাদ