আসন্ন পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নৌপথ, রেলপথ ও সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা গতকাল ১৯শে মার্চ বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, ট্রাফিক পুলিশ পরিদর্শক শফি, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোঃ মাহমুদুল হক জুয়েল ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেয়া ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, ঈদের ছুটিতে ঢাকা হতে আগত যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা পুলিশ রাজবাড়ী। কোন অবস্থাতেই ঈদকে পুঁজি করে কোন প্রকার চাঁদাবাজি বা ভাড়া বেশি নেয়া যাবেনা। তিনি যে কোন প্রয়োজনে জেলা পুলিশ রাজবাড়ীর সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান ।
পরিশেষে সকলের প্রচেষ্টায় পবিত্র ঈদ-উল-ফিতর নিরাপদে ও উৎসব-উদ্দীপনার মধ্যে পালিত হবে বলে আশা প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।