ঢাকা শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২০ ২০:০৫:৪৪

রাজবাড়ী জেলার কালুখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে গতকাল ২০শে মার্চ বিকেলে রতনদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 আলোচনা সভায় কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আঃ রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য এডভোকেট মোঃ নুরুল ইসলাম।
 কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সাঈদ মোল্লার পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি মুন্সি সুলাইমান, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আই.বি.ডব্লিউ. এফ এর রাজবাড়ী জেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, আই.বিডব্লিউ.এফ-এর কালুখালী উপজেলা সভাপতি ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা পৌর আমীর কাজী ফারহাদ রুকু, পাংশা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা এনামুল হক, কালুখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কালুখালী উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোতালেব হাসান, কালুখালী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইমরুল কায়েস, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি ও রতনদিয়া কেন্দ্র জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল মালেক, রতনদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রায়হান কবির কুতুব, বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, মাজবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তালেব, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বায়তুল মাল সম্পাদক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পূর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ শরিফুল ইসলাম।
 আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আঃ রব।
 প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কোন বিকল্প নেই। দুর্নীতিমুক্ত সন্ত্রাস, সুদ, ধর্ষণ ও মাদকমুক্ত রাষ্ট্র কায়েমের জন্য কুরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণের জন্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর সেই জন্যই বাংলাদেশে জামায়াতে ইসলামীর পতাকাতলে কুরআনের সংবিধানকে সামনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

 

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
লক্ষীকোলে ২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ীতে কবর খনন ও লাশ দাফন কর্মীদের মাঝে যাকাতের অর্থ বিতরণ
সর্বশেষ সংবাদ