ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২২ ১৯:৪৬:২৪

রাজবাড়ী জেলার জেলার কালুখালী উপজেলায় ৬বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে লম্পট দীপক সরকার (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
 গতকাল ২২শে মার্চ বিকেলে উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের দীনেশ সরকারের ছেলে।
 মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি খেলাধুলা করতে করতে তার বাড়ী থেকে একটু দূরে বাজারে পাশে সিদ্দিক মন্ডলের চাউলের চাতালে পাশে খননকৃত পুকুর থেকে মাটি আনতে যায় । মাটি নিয়ে বাড়ী ফেরার সময় চাতালে পৌঁছালে দীপক সরকার শিশুটিকে ডাক দিয়ে তার পায়জামার উপর দিয়ে স্পর্শকাতর স্থনে হাত দেয়। এ সময় শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে বাড়ীতে চলে আসে এবং পরিবারের লোকজনের বিষয়টি জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে মদাপুর ইউনিয়েন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। 
 কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাহেদুর জানান, উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর বাজার এলাকায় ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক সরকারকে পুলিশ আটক করেছে। পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
 এ ব্যাপারে শিশুটির পিতা থানায় এসে অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। 

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ