রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে গতকাল ২৩শে মার্চ কলেজ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খাঁন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হীরা শেখ, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি আব্দুল আলীমসহ জেলা ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা এই সরকারী কলেজে কোন প্রোগ্রাম করতে পারি নাই। এইভাবে মুক্ত মঞ্চে ছাত্রদলের ভাইদের সাথে ইফতার করতে পারিনি। আমি আজ ইফতার মাহফিল থেকে বলতে চাই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। তাই আমাদের ছাত্রদলের কর্মীদের রাজপথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের দ্বারে দ্বারে ৩১ দফা পৌঁছে দিতে হবে।