রাজবাড়ীতে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাশসহ ৫দফা দাবীতে মানববন্ধন হয়েছে।
গতকাল ২৩শে মার্চ বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী রাজবাড়ী মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ও মাউশিক সাধারণ কেয়ারটেকার কল্যাণ পরিষদ বাংলাদেশ এর আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাক আহমেদ, ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মাওলানা মোঃ আঃ রশিদ, মোঃ মাসুদুর রহমান, ইউনুস আলী, মোঃ ফারুক-ই-আজম, মোঃ আব্দুর কাইম, মোঃ মোতাহার হোসেন, মোঃ ইকরামুল হক, সেলিম উদ্দীন দেওয়ান, মোঃ ইদ্রিস, হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, মুফতি মোহাম্মদ ইলিয়াস, হাফেজ হুকুল্লা, হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন ও বাংলাদেশ শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাশ করে সকল শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ইদুল ফিতরের পূর্বে প্রদান, প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, আউটসোর্সিং করা যাবে না। এছাড়া বক্তারা তাদের ৫ দফা দাবী তুলে ধরেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।