রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন সহ অন্যন্য সভা জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন, মিজানুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধি, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা রাজস্ব সম্মেলনের আগে সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটির সভা, জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা, জেলা নদী রক্ষা কমিটির সভা, ভূসম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।