ঢাকা সোমবার, মার্চ ৩১, ২০২৫
রাজবাড়ীতে কবর খনন ও লাশ দাফন কর্মীদের মাঝে যাকাতের অর্থ বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৩-২৭ ১৯:৪৭:০৬

আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের ৮টি গোরস্তানের কবর খনন ও লাশ দাফন কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাকাত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 
 গতকাল ২৭শে মার্চ দুপুর সাড়ে ১২টায় শহরের কলেজ রোড ড্রাই আইস ফ্যাক্টারী এলাকায় সংগঠনের অফিসে যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
 এ সময় অন্যান্যদের মধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সদস্য আইনুদ্দিন শেখ ও হাফেজ শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, রাজবাড়ী শহরের ৮টি গোরস্তানের কবর খনন ও লাশ দাফন কাজের সাথে জড়িত ৫১জনের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়।

 

রাজবাড়ী শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত কোথায় কখন
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল
রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
সর্বশেষ সংবাদ