ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-০৩ ১৫:২৫:৪৭

পরকীয়ার সম্পর্কের জেরে প্রবাসীর স্ত্রী সালমা বেগম (২৫)কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা দায়ের হলে আসামী হেমায়েত উল্লাহ (২৫)কে রাজবাড়ী জেলা পুলিশ নোয়াখালীর থেকে গ্রেপ্তার করেছে ।
 গতকাল ৩রা মার্চ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা পুলিশ।
 গ্রেপ্তারকৃত হেমায়েত উল্লাহ নোয়াখালী জেলার চর জব্বর উপজেলার দক্ষিণ চর ক্লার্ক গ্রামের মোঃ আহসান উল্লাহর ছেলে।
 নিহত সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তার সাদিক নামে ৭ বছর বয়সী ছেলে ও সিনহা নামে ৫ বছর বয়সী মেয়ে রয়েছে।
 জানা গেছে, গত ৩১শে মার্চ রাত ১০টা থেকে পরের দিন ১লা এপ্রিল সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোন সময় হেমায়েত রাজাবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের প্রবাসী মোঃ আজাদ মল্লিকের স্ত্রী সালমার বাড়িতে ঘরের মধ্যে কৌশলে প্রবেশ করে সালমার গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। এই ঘটনায় সালমার বাবা বাদী হয়ে ওই দিনই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত ২রা মার্চ রাত সাড়ে ৭ টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী সনাক্ত করে রাজবাড়ী সদর থানা ও ডিবি’র টিম যৌথ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার চর জব্বার থানা পুলিশের সহায়তায় চর জব্বার থানা এলাকায় থেকে আসামী হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, সালমার স্বামী প্রবাসে থাকে। সালমার সাথে আসামী হেমায়েতের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এরপর সালমা ঢাকায় থাকা অবস্থায় তাদের একাধিকবার দেখা হয়েছে। সালমা রাজবাড়ীতে চলে আসলেও হেমায়েতের নিয়মিত যাতায়াত ছিল রাজবাড়ীতে। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। মূলত পরকীয়ার সম্পর্কের টানাপোড়েনের জেরে সালমাকে হত্যা করা হয়।
 রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামী হেমায়েত ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মতে ভিকটিম সালমার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের পার্শ্ববর্তী নূরপুর গ্রামের জনৈক কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামীকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ