বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ৪ঠা এপ্রিল বিকেল ৪টায় শহরের শ্রীপুরের জেলা অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডঃ মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের এস এম রহমাতুল্লাহ, মোঃ আসাদুজ্জামান, মাওলানা নাজমুল আহসান, মোঃ শরিফ মিয়া, ইঞ্জিনিয়ার মেহের, মিরজা হাফিজ বাদশা, মালয়েশিয়া প্রবাসী মেহেদী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মোহম্মদ জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় জেলা নায়েবে আমীর, মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষধ সদস্য মোঃ সোলাইমান মুন্সী, মোঃ হারুন-আর-রশিদ, রাজবাড়ী পৌর শাখার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, পাংশা পৌর শাখার আমীর কাজী ফরহাদ জামিল রূপু ও কালুখালী উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মতামত ব্যক্ত করেন।