ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৫ ১৫:২৩:৫৯

 যৌথ বাহিনী গতকাল ৫ই এপ্রিল ভোর ৫টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ বিদেশী রিভলবার, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
 জানা গেছে, গোপন তথ্যর ভিত্তিতে গতকাল ৫ই এপ্রিল ভোর ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ আবিদ হাসানের (৮ ফিল্ড রেজিঃ আর্টিঃ) নেতৃত্বে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাবু মন্ডলের ছেলে বিজয় মন্ডল(২৫) ও রিদয় মন্ডল(৩০) এর বাড়ীতে অভিযান চালিয়ে রান্না ঘর থেকে ২টি ধারালো রামদা ও বাড়ীর আনুমানিক ৫০মিটার দূরে পারিবারিক কবরস্থান থেকে ১টি পাকিস্তানি রিভালবার, ৪টি তাজা গুলি, ২টি রামদা, ৩টি ধারালো ছুরি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 
 রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল মোল্লা বলেন, যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় সজ্জনকান্দা এলাকা থেকে বিদেশি রিভলবার, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ