ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে হাসপাতাল গেটের ৪টি দোকানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৬ ১৫:৩৫:০৪

 রাজবাড়ীতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
 গতকাল ৬ই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল গেট ও বড়পুল এলাকায় এই অভিযান চালানো হয়।
 জানা গেছে, রাজবাড়ী হাসপাতাল গেটের সামনের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে ফল, ডাবসহ পণ্যের অতিরিক্ত দাম নিয়ে ভোক্তার পকেট কাটছিলো। এমন অভিযোগের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এর সত্যতা পায়। পরবর্তীতে হাসপাতাল গেটের মোক্তার স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৪ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধের জসিম স্টোরকে ২হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে খোকন স্টোরকে ৫শত টাকা এবং বড়পুলের নবাব রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
 জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো- রাজবাড়ী সদর হাসপাতালের সামনের দোকান গুলোতে ডাব, ফলসহ অন্যান্য পণ্যের অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাই। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
 অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ