ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-০৬ ১৫:৩৫:২০

 রাজবাড়ী পৌরসভার পার্কিং ফি দৈনিক  ১০টাকা হারে বাৎসরিক এককালীন ৩৬০০ টাকা নিয়ে প্লেট নম্বর করে দেয়ার এক দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদ। 
 গতকাল ৬ই এপ্রিল বেলা সাড়ে ১১টায় শহরের ১নং রেলগেট সংলগ্ন অটোস্ট্যান্ডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম। 
 এছাড়াও রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল, রাজবাড়ী জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বেপারী, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মজিদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
 এ সময় রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, রাজবাড়ী জেলা অটো মালিক ও চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন সরদার, পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শরিফসহ কমিটির অন্যান্য সদস্য ও রাজবাড়ী জেলার অটো মালিক এবং চালকেরা উপস্থিত ছিলেন। 
 লিখিত বক্তব্যে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, অটো মালিক ও চালকগণ তাদের শেষ সম্বল বিক্রি করে ও ধার দেনা করে নগদে ও কিস্তিতে অটো ক্রয় করে যা আয় করে তা দিয়ে কোনমতে সংসার পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। বিগত দিনে শেখ হাসিনার সকল অপকর্মের মতোই রাজবাড়ীতে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের দরিদ্র অটো-মালিক ও চালকদের ওপর জুলুম করে প্রতি অটো হতে প্রতিদিন ৪০/৪৫ টাকা পার্কিং ফি আদায়ের নামে অনৈতিকভাবে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছে। পৌরসভার মতো জনকল্যাণে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের নামে সম্পুর্ণ অন্যায় ও বে-আইনীভাবে আমাদের কাছ থেকে এই টাকা আদায় করা হতো। দীর্ঘদিন যাবৎ পৌরসভার নামে আওয়ামী-ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা জোর করে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করে এই টাকা দিতে বাধ্য করেছে। পৌরসভার নির্দিষ্ট অটোষ্ট্যান্ড না থাকা সত্ত্বেও এবং দরিদ্র অটো মালিক ও চালকদের মারপিট করে এমন কর্মকান্ড চালানো হয়েছে। 
 তিনি আরও বলেন, আমরা দরিদ্র পেশায় নিজেদের জীবন নিয়ে কোনমতে বেঁচে থাকি। কিন্তু লক্ষ্য করার বিষয় আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরসহ অন্যান্য জেলায় বাৎসরিক ২৪শত টাকা পৌরসভা হতে আদায় করা হয়। অথচ রাজবাড়ী পৌরসভা প্রতিবছর আমাদের কাছ হতে ১৪ হাজার টাকা আদায় করে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই জুলাই-আগস্ট বিপ্লবের পর বর্তমান সরকার সাধারণ জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়েছেন। বিশেষত গরিব কর্মজীবী মানুষের জন্য কর্মসূচী গ্রহণ করেছেন। সেক্ষেত্রে জুলাই-আগস্ট বিপ্লবের নীতিগত পদক্ষেপ হিসাবে দরিদ্র অটো মালিক ও চালকদের প্রতি মানবিক ও যৌক্তিক দায়িত্ব পৌরসভা পালন করবে বলে আমরা আশা করি। সে কারণে আমরা অটো মালিক ও চালক ঐক্য পরিষদ ঘোষণা করছি যে ১লা বৈশাখ পৌরসভার পার্কিং ফি দৈনিক ১০টাকা হারে বাৎসরিক  সর্বোচ্চ ৩৬০০ টাকা গ্রহণ করে সকল অটো বাইককে বাৎসরিক নম্বর প্লেট প্রদান করতে হবে। পাশের জেলা ফরিদপুরের সাথে সামঞ্জস্য না হলেও আমরা ৩৬০০ টাকার অতিরিক্ত অর্থাৎ প্রতিদিন ১০ টাকার বেশি পার্কিং ফি প্রদান করব না। এই অর্থ বাৎসরিক এককালীন গ্রহণ করে প্রতিদিন আদায়ের নামে হয়রানি হতে আমাদের মুক্তি দিতে হবে।

 

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ