রাজবাড়ী জেলার পাংশা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গত ১৪ই এপ্রিল বিকালে পাংশার ঐতিহ্যবাহী বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা সাঈদ আহমাদ (রহঃ)’র সুযোগ্য পুত্র উল্লেখিত মাদরাসার সহকারী অধ্যাপক মরহুম আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম মোঃ তকিউদ্দিন (রহঃ)’র জীবনীর উপর লিখিত ‘স্মৃতি দর্পণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুনুর রশীদের উপস্থাপনায় মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়রাট মাজাইল ফাযিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আহমাদ আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রায়নগর আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফর রহমান, পাংশা শাহজুই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মাহবুবুর রহমান, পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, রাজবাড়ীর বৃচাত্রা ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাই জোয়ার্দ্দার, মাওলানা মোঃ বাকি বিল্লাহ, বয়রাট মাঝাইল ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ শামসুল হুদা ও হাফেজ মোঃ জাবের প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আহমাদ আলী।
বক্তারা সকলেই স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন এবং তারা বয়রাট মাঝাইল ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র।
অনুষ্ঠানে মাজবাড়ী আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার কামিল শাখার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল ওহাব, পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আবুল কাশেম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ আব্দুস সালাম, পুইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ, পরাপনপুর ডিএস দাখিল মাদসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, পাংশা মডেল মসজিদেও খতিব মাওলানা মোঃ আলিমুজ্জামানসহ বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি ২০২৫ সালের ১লা জানুয়ারী মাকতাবাতু দাওয়াতিস সুন্নাহ্ আলহাজ্ব হযরত মাওলানা তাজুল ইসলাম মোঃ ত্বকিউদ্দিন ছোট হুজুর রহঃ ‘স্মৃতি দর্পণ’ গ্রন্থটি প্রকাশ করেছে।