রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলেদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
গতকাল ২৭শে এপ্রিল সকাল ৮টার দিকে দৌলতদিয়া জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে স্থানীয় বাস টার্মিনাল সংলগ্ন মৎস্য আড়তের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
দৌলতদিয়া বাজার মৎস্য আড়তের সভাপতি মোঃ মোহন মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মৎস্য জেলেদের কেন্দ্রীয় সদস্য মোঃ আসলাম মোল্লা, দৌলতদিয়া মৎস্য আড়ৎ এর সাধারণ সম্পাদক মোঃ আনো খাঁ, মৎস্য আড়ৎদার রেজাউল, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ ইছাক সরদার, সাধারণ সম্পাদক মোঃ অসেল বেপারী, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম ও মৎস্য ব্যবসায়ী মোহাম্মদসহ পদ্মা নদীর সকল মৎস্য জেলেরা অংশ নেয়।
মানববন্ধনে মৎস্য ব্যবসায়ীরা বলেন, আমরা ১শত টাকায় ১টাকা করে খাজনা দিবো তার বেশি দিবো না। নতুন ইজারাদার দেওয়ান ট্রেডার্স শতকরা ৫টাকা করে খাজনা নিচ্ছে। এই নির্যাতন আমরা আর সহ্য করতে পারছিনা। আমরা এই বাজারে আর মাছ বিক্রি করতে আনবো না। পাটুরিয়া বাজারে চলে যাবো মাছ নিয়ে। সেখানে শতকরা ১ থেকে ২টাকা খাজনা নিয়ে থাকে। আমাদের দাবী দৌলতদিয়া ঘাটে শতকরা ১ থেকে ২ টাকার বেশি দিবো না।
দেওয়ান ট্রেডার্স এর পক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান বলেন, আমার কাছে ডিসি অফিসের যে কাগজটি রয়েছে সেটিতে উল্লেখ আছে শতকরা সর্বোচ্চ ৫ টাকা হারে খাজনা আদায় করা যাবে। কিন্তু আমরা স্থানীয় জেলেদের সাথে কথা বলে আমাদের ৩ টাকা হারে দিতে বলেছি। কিন্তু তারা সেটি মানছে না। তারা অযৌক্তিকভাবে মানববন্ধন করেছেন। অধিকাংশ জেলেদের জিম্মি করে রাখছে আড়তদাররা। তারা ঠিকই ১১ টাকা হারে টাকা নেয় কিন্তু আমাদের ৩ টাকা হারে দিবে না। আমরা আইনের বাইরে নেই।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, উপজেলা পরিষদ থেকে প্রতি বছর ইজারা প্রদান করা হয়। এবার ইজারা পেয়েছেন দেওয়ান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। ইজারাদারা যখন হাট বুঝে নেন তখন তারা তাদের লোক দিয়ে খাজনার টাকা আদায় করেন। ইজারার ক্ষেত্রে আমাদের এখানে সরকারীভাবে একটি রেট নির্ধারণ করা হয়েছে ২টাকা থেকে ক্ষেত্র বিশেষ সর্বোচ্চ ৫টাকা হারে খাজনা আদায়ের কথা রয়েছে। সরকারী রেটের মধ্যে যে টাকা ধার্য করা হয়েছে তার বাইরে কোন সিদ্ধান্ত উপজেলা প্রশাসন দিতে পারে না। যদি ইজারাদার ও মৎস্য ব্যবসায়ী, জেলে ও আড়তদারা মিলে কিছু টাকা কম নেয় তাহলে আমি মনে করি এখানে একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।