রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে ভেসে থাকা অবস্থায় জিহাদ সরদার(৩০) নামে ১ব্যক্তির মাথা বিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৭শে এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
জিহাদ সরদার চর বরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। জিহাদ ঢাকা নারায়ণগঞ্জে ডর্কইয়ার্ডে কাজ করতো। পরিবারে তারা দুই ভাই ও দুই বোন ছিল।
জানা য়ায়, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড়ের চর বরাট এলাকায় পদ্মা নদীর কিনারে গতকাল ২৭শে এপ্রিল সকালে স্থানীয় লোকজন মাথা বিহীন একটি লাশ পানিতে ভাসতে দেখে গোয়ালন্দ ঘাট থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় নদীতে তার মাথাটি কোথায় আছে সেটি খুুঁজতে শুরু করে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ।
জিহাদের ছোট বোন সামান্তা আক্তার বলেন, গত ২৪শে এপ্রিল দুপুরে ঢাকা থেকে বাড়ী আসে জিহাদ। বিকালে জিহাদ তার ব্যক্তিগত কাজে বাহিরে গেলে রাত বেশি হলে বাড়ী না আসায় তাকে ফোন দিলে জিহাদ বলে আমি কিছুক্ষণ পর আসছি। পরে বৃহস্পতিবার রাত ১২টা পার হয়ে গেলেও জিহাদ বাড়ী না ফিরলে তারা তার ফোনে কল করলে তার ফোনটি বন্ধ পায়। পরদিন দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়। অনেক খোঁজাখুজির পর জিহাদকে না পাওয়া গেলে গতকাল ২৭শে এপ্রিল সকালে অন্তার মোড় এলাকায় পানিতে মাথা ছাড়া আমার ভাইকে অর্ধগলিত অবস্থায় ভাসমান থাকতে দেখা যায়। পরে আমার মা গিয়ে ভাইয়ের পড়নে থাকা প্যান্ট দেখে শনাক্ত করে।
তিনি আরও বলেন, আমার ভাইয়ের তো কোন শত্রু ছিলো না, কারা আমার ভাইকে এভাবে মারলো জানিনা, আমরা অভিযুক্তদের ফাঁসি চাই।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অন্তার মোড়ে এলাকায় পানিতে ভাসছে মাথাবিহীন একটি লাশ এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তিনি আরও জানান, লাশটি জিহাদের কিনা তা শনাক্তকরণের কাজ চলছে এবং এ ঘটনায় কারা জড়িত তাদের আইনের আওতায় আনতে মাঠে পুলিশ কাজ করছে।