রাজবাড়ী জেলার গোয়ালন্দে চরমপন্থী দলনেতা সুশীল হত্যা মামলার সন্দেহভাজন রুবেল শেখ (২৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল শেখ তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের তোফসের আলী শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ঠা মে সকাল ৮টার দিকে এসআই মোঃ নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার এলাকা হতে রুবেল শেখকে গ্রেফতার করে। এর আগে এ হত্যা মামলায় ৪জনকে পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২শে সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার কাটাখালি বাজারে সন্ধ্যা ৬টার দিকে সর্বহারা দলনেতা সুশীলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত চরমপন্থী দলনেতা সুশীল সরকার ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম হাউলি কেউটিল এলাকার মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সুশীল কুমার সরকার পূর্বে চালের ব্যবসা করতো। গত ৭/৮ মাস যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ২০২৪ সালের গত ২২শে সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে নিজ বাড়ী থেকে কাটাখালি বাজারে যায়। সেখানে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশীল হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসাবে রুবেল শেখকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৪ঠা মে তাকে রাজবাড়ীর আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।